তৎসম ব্যঞ্জন সন্ধি | সন্ধিবিচ্ছেদ নির্ণয়ের ৬টি ম্যাজিক টেকনিক | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
Shawon's Bangla Shawon's Bangla
228K subscribers
283,967 views
9.2K

 Published On Aug 8, 2021

তৎসম ব্যঞ্জন সন্ধির জন্য আমাদের পাঠ্য বইগুলোতে অনেক অনেক নিয়ম দেওয়া থাকে। কিন্তু এত এত নিয়ম পড়ে আমরা মনে রাখতে পারি না। তার উপরে চিন্তা করুন, আপনার পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে? প্রশ্নে কি সন্ধির বিচ্ছেদটা দিয়ে তারপর এটা জানতে চায় যে এই বিচ্ছেদ কোন সন্ধির? না কি একটা সন্ধিবদ্ধ শব্দ দিয়ে এর বিচ্ছেদ কী তা জানতে চায়? হ্যাঁ, একটা সন্ধিবদ্ধ শব্দ দিয়ে এর বিচ্ছেদ কী তা-ই জানতে চায় পরীক্ষায়। যেমন :

প্রশ্ন : 'নিশ্চয়' এর সন্ধিবিচ্ছেদ কী?
A. নি + চয়
B. নির + চয়
C. নিঃ + চয়
D. নিঃ + শয়

এখন প্রশ্নে যেহেতু সন্ধি বিচ্ছেদ উল্লেখ করে এটা জানতে চাওয়া হয় না যে সেই বিচ্ছেদের সন্ধিবদ্ধ শব্দটা কী, তাই আমরা গতানুগতিক ধারায় কেবল নিয়ম দিয়ে সন্ধিগঠন শিখব না। অর্থাৎ ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বইতে যে নিয়মগুলো দেওয়া আছে আমরা সে অনুযায়ী শিখব না।

আমরা তাহলে কীভাবে শিখব? আমরা পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেভাবে শিখব। অর্থাৎ সন্ধিবদ্ধ শব্দটা থেকে কীভাবে বিচ্ছেদ করতে হয় আমরা সেটা শিখব। আজকের ভিডিয়োতে আমরা শিখে নেব ব্যঞ্জন সন্ধির কিছু অসাধারণ ম্যাজিক টেকনিক। আজকের ভিডিয়ো ক্লাস করলে একজন শিক্ষার্থী সহজেই সন্ধিবদ্ধ শব্দ থেকে বিচ্ছেদ নির্ণয় করতে পারবে নির্ভুলভাবে।

আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে প্রকাশিত সন্ধির সবগুলো ভিডিয়োর লিংক একসাথে দেওয়া হলো। আশা করি আপনারা উপকৃত হবেন।

তৎসম ব্যঞ্জন সন্ধি | সন্ধিবিচ্ছেদ নির্ণয়ের ৬টি ম্যাজিক টেকনিক | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক -    • তৎসম ব্যঞ্জন সন্ধি | সন্ধিবিচ্ছেদ নির...  

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি (প্রচলিত ভুলের বিস্তারিত ব্যাখ্যাসহ) | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক -    • নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি (প্রচলিত ভুলে...  

show more

Share/Embed