ভালোবাসা বাধা মানে না। ভালোবাসা জাতপাত মানে না।
CHANNEL BD CHANNEL BD
235K subscribers
44,255 views
279

 Published On Aug 2, 2019

ভালবেসে ব্রাহ্মণ বর্ণের মেয়েকে বিয়ে করায় শ্বশুরের দায়ের করা অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হরিজন তুষার দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১ আগস্ট) এ আদেশ দেন।
আদালতে তুষার দাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।

স্বামী তুষার দাস হরিজন সম্প্রদায়ের ও স্ত্রী সুস্মিতা ব্রাহ্মণ সম্প্রদায়ের। দুজনে ভালোবেসে বিয়ে করেন প্রায় দুই বছর আগে।
তাদের এ বিয়ে মেনে নিতে পারেননি মেয়ের বাবা-মা। এ কারণে তুষারের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন মেয়ের মা।

Dear Visit My Channel-   / @channelbdnews  

Subscribe & stay with My Channel

অপহরণের এ মামলায় তুষারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। সুস্মিতা দেবনাথ স্বেচ্ছায় তুষার দাসকে বিয়ে করার কথা বললেও তার কথা আদালত আমলে নেননি।

গত ৩ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন তুষার। এর পর তাকে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তিনি আপিল করেন। এর পর স্বামীকে কারামুক্ত করতে তিন মাসের কন্যাশিশুকে নিয়ে হাইকোর্টে হাজির হন স্ত্রী সুস্মিতা দেবনাথ। বিস্তারিত ভিডিওতে.......

show more

Share/Embed