গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পাখা | নকশি পাখায় জীবন-জীবিকা
নাগরিক VLOG নাগরিক VLOG
2.79K subscribers
76,384 views
432

 Published On Mar 28, 2022

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমিই হলো গ্রাম। গ্রামীণ জীবনপ্রণালী, শস্য উৎপাদন, যানবাহন, যন্ত্রপাতি, পোশাক-পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, ধর্মীয় বিশ্বাস, চিত্তবিনোদন ইত্যাদির প্রাণবন্ত ও প্রাকৃতিক রূপ আমাদের লোকজ ঐতিহ্যের মৌলিক বৈশিষ্ট্য।

সেই প্রাচীন কাল থেকে আজও পর্যন্ত নানাভাবে আমাদের দেশে পাখার ব্যবহার চলছে। অতি গরমে বাতাসকে চলমান করে শীতল হাওয়া প্রবাহের জন্যই হাতপাখার ব্যবহার শুরু হয়। একটি পাখা তৈরি করতে প্রথমে নির্দিষ্ট আকারে বাঁশ চিকুন করে কেটে পরিমাপ মত বৃত্তাকার তৈরি করা হয় এটাকে বলে মূলট। এই মূলটকে কাপড় দিয়ে প্যাচানোর পর বিভিন্ন রঙের সুতো দিয়ে নকশি করা হয়। একটি নকশি হাতপাখা তৈরি করতে দুই থেকে তিন ঘন্টা এমনকি পুরো একদিন পর্যন্ত সময় লেগে যায়। তালপাখার পাশাপাশি কাপড়ের বা সুতোয় তৈরি পাখার ঐতিহ্যও প্রাচীন।

হাতপাখা বাংলার প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের অংশ হিসেবে এখনও টিকে আছে। নকশি করা হাত পাখাগুলো নানা রকম ও রঙের সুতা ব্যবহার করে তৈরি করা হয় তবে সুতোয় বোনা নকশি করা পাখার দামও তুলনামূলক ভাবে একটু বেশি। নকশা ও আকারভেদে এক একটি পাখা একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। নকশা করা পাখার রয়েছে নানান রকমের নাম যেমন, শতফুল, ঊনিশকাঁটা, বরফি, আয়নাকোটা, শঙ্খপদ্ম, ঝুরিফুল, চালতা ফুল, পানপাতা এমন আরও অসংখ্য নকশার নাম রয়েছে।

গরমের সময় বিশেষ করে, বৈশাখ, জৈষ্ঠ্য, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও চৈত্র মাসে হাতপাখার চাহিদা বেড়ে যায়। গ্রামের নারীরা মূলত হাতপাখা গুলো তৈরি করে থাকেন। সবচেয়ে বেশি পাখা তৈরি হয় কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, যশোর, কুমিল্লা, নরসিংদী, বরিশালসহ দেশের আরও অনেক জেলায়। তাছাড়া, নওগাঁ, নোয়াখালি ও ঢাকার কিছু কিছু অঞ্চলেও পাখা তৈরী হয়।

পাখা যে শুধু দেখতে বাহারি তা কিন্তু নয়, পাখার রয়েছে নামেরও নানান বাহার। অঞ্চল ভেদে কিছু পাখাকে শঙ্খলতা, মানবিলাসী, বাঘাবন্দী, হাতফুল মানবাহার, পালং পোষ, কাঞ্চন মালা, মন সুন্দরী ইত্যাদি নামে ডাকা হয়। মূলত নকশার ভিত্তিতেই এ রকম নাম দেয়া হয়। প্রিয় বন্ধুরা বাহারি রঙের নকশিকরা হাতপাখা পেতে হলে সরকারি বন্ধের দিন ব্যথিত যে কোনদিন চলে আসতে পারেন সোনারগাঁয়ের লোককারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লিতে।

#বাংলাদেশ_লোক_ও_কারুশিল্প_ফাউন্ডেশন
#বাঙালির_সংস্কৃতি
#শিল্পকর্মে_নকশি_হাতপাখা

** ANTI-PIRACY WARNING **
This content is copyright to NAGORIK VLOG. Any unauthorized reproduction, redistribution or re-uploading in any CONTENT is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following CONTENT presented!

show more

Share/Embed