ক্রোয়েশিয়া যেতে কত সময় লাগে|| বেতন কত|| কি ধরনের কাজ পাওয়া যায়||
Majumder Shaiful Majumder Shaiful
50.3K subscribers
59,497 views
1.8K

 Published On Oct 1, 2022

আসসালামু আলাইকুম।
Welcome to #majumder_blogs

ক্রোয়েশিয়া যেতে কত সময় লাগে|| বেতন কত|| কি ধরনের কাজ পাওয়া যায়||

ক্রোয়েশিয়া ইউরোপীয় দেশগুলোর একটি প্রজাতন্ত্র। বর্তমানে, ক্রোয়েশিয়া ভিসার জন্য আবেদন করা খুবই সহজ। প্রকৃতপক্ষে, ক্রোয়েশিয়া একটি ইউরোপীয় দেশ, তাই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্রোয়েশিয়া ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয় না।

বর্তমানে ক্রোয়েশিয়ার অনেক কাজের ভিসা রয়েছে। কারণ দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবেশী দেশ আলবেনিয়া, সার্বিয়া ও ইউক্রেন ছাড়াও দক্ষিণ এশিয়া, আফ্রিকা, বাংলাদেশ ও ভারত থেকে শ্রমিক আনা হয়। নির্মাণে দক্ষ/অদক্ষ শ্রমিকের চাহিদা বেশি। সম্প্রতি, ব্যবসায়িক ভিসার জন্য ইউরোপের সবচেয়ে জনপ্রিয় দেশ ক্রোয়েশিয়া।

বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, তবে যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া গিয়েছিলেন তাদের অনেকেই বিভিন্ন দেশে চলে গেছেন এবং অনেকে এখনও এই দেশেই অবস্থান করছে, তাই আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলুন।
ক্রোয়েশিয়ায় বাংলাদেশে ভ্রমণের জন্য আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট অবশ্যই 6 মাস থেকে এক বছর পর্যন্ত বৈধ হতে হবে। আপনার পাসপোর্টের সাথে অবশ্যই একটি বৈধ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। একটি পাসপোর্ট সাইজ ছবি এবং বায়োমেট্রিক ডেটা বৈধ হতে হবে। তারপর আপনি ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন।

ক্রোয়েশিয়া কাজের ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি নির্ভরযোগ্য সংস্থার সাথে যোগাযোগ করতে হবে। এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে পরিচালনা করবে। আপনার সমস্ত ক্রিয়াকলাপ এবং ভিসা সেই সংস্থা দ্বারা ঠিক করা হবে। পাশাপাশি একটি ফৌজদারি মামলা অনুসন্ধান শংসাপত্র এবং আপনার একটি বৈধ শংসাপত্র থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে কাজ করে: পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে অনলাইন কাস্টমস ক্লিয়ারেন্স আবেদন করে ।

দক্ষ হলে ভাল সেলারি এবং ভাল সুযোগ সুবিধা পাওয়া যায়।

The services you will get from us.

আমাদের সেবাসমূহ -
✅ ওয়ার্ক পারমিট
✅ বিজনেস ভিসা
✅ সেকেন্ড পাসপোর্ট
✅ ভিসা আপিল
✅ ফ্যামিলি ভিসা
✅ স্টুডেন্ট ভিসা সহ
আরো বেশকিছু সেবা।

প্রবাসে অবস্থানরত যেসকল বাংলাদেশি আছেন আপনারা চাইলে প্রবাস থেকে আবেদন করতে পারেন।
প্রবাস থেকে যে সব দেশে আবেদন করা যায়।
১। #মাল্টা
২।#পরতুগাল
৩। #রোমানিয়া
৪।#ক্রোয়েশিয়া
৫।#আলবেনিয়া
৬। #কসভো
৭। #স্লোভাকিয়া
৮। #গ্রীস
৯। #চেক রিপাবলিক
১০। #মলদোভা
১১। #পোল্যান্ড সহ আরও বেশ কিছু দেশ।

প্রবাস থেকে যেসকল ডকুমেন্টস লাগবে
১। বাংলাদেশী পাসপোর্ট [ ১ বছর মেয়াদ থাকলে ভাল]
২। আকামা বা রেসিডেন্ট কার্ড
৪।পুলিশ ক্লিয়ারেন্স
৫।NOC [ নিতে পারলে ভাল]
৬। জব সার্টিফিকেট
৭। স্কিল্লড ওয়ার্কার হলে কাজের ভিডিও

আমাদের সাথে সরাসরি কথা বলা যাবে।
মুঠোফোনেঃ-
📲 +8801712842355
📲 +8801712211623
📲 +8801712841787
📲 +8801712060192
(whatsapp, Viber, imo, telegram)

আমাদের ঠিকানা:
রোড#০৪
বাড়ী#১৩ - নিচ তলা
বনানী ডিওএইচএস,
ঢাকা - ১২০৬।

২০২২ সালে আমাদের #Romania সাকসেস স্টোরি
Link1:    • Romania Successful ViSa Update2022  
Link2:    • #রোমানিয়া ওয়ার্ক পারমিট হাতে পেলেন গা...  
Link3:    • Video  
Link4:    • #Romania #ইলেক্ট্রিশিয়ান ওয়ার্ক পারমি...  



ফেসবুক গ্রুপ
  / 2948773645185683  


হোয়াটসঅ্যাপ লিংকঃ-
https://wa.me/message/QOY22GRCFENND1


ব্যবসা সংক্রান্ত বিষয়ে
[email protected]

show more

Share/Embed