রাঙ্গামাটির পথে লো, মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি।
Flute Learner and Vlog Flute Learner and Vlog
834 subscribers
67 views
0

 Published On Feb 26, 2024

রাঙামাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি,
বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো,
রইতে নারি ঘরে ওলো প্রাণ হলো উদাসী লো।।
মাদলীয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো,
দোল লাগে শাল পিয়াল বনে, নোটন খোঁপার ফুলে লো,
মহুয়া বনে লুটিয়ে পরে মাতাল চাঁদের হাসি লো।।
চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে,
চাঁচড় কেশে বেঁধে দেবো ঝুমকো জবার ফুল
গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল।
নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি লো।।

show more

Share/Embed