কার্প জাতীয় মাছের মাসিক/পাক্ষিক পরিচর্যা। Monthly management of carp culture pond।
ABEED LATEEF ABEED LATEEF
103K subscribers
45,013 views
1.1K

 Published On Streamed live on Jun 19, 2022

কার্প জাতীয় মাছের মাসিক পরিচর্যা করলে এক দিকে যেমন প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কারণে সম্পূরক খাদ্য প্রয়োগ পরিমাণ কমিয়ে দেয়ায় উৎপাদন খরচ কমে যাবে অন্য দিকে মাছের নিরাপত্তা বিধান হবে।

প্রতি মাসে শতকে ২০০ গ্রাম করে চুন, ২০০ গ্রাম করে লবণ ও ৫০ গ্রাম করে মোলাসেস প্রয়োগ করা যেতে পারে।

সেই সাথে খইল, গোবর ও DAP সার প্রয়োগ, খড় প্রয়োগ, ব্রান, মোলাসেস, ইস্ট এর জুস প্রয়োগের মাধ্যমে যথেষ্ঠ প্রাকৃতিক খাবার তৈরি করা সম্ভব।

#মাছের_মাসিক_পরিচর্যা,
#মাছের_প্রাকৃতিক_খাদ্যওনিরাপত্তা,
#abeed_lateef

show more

Share/Embed