200 বছরের পুরনো ঐতিহ্যবাহী সোনাকান্দার হাট।Traditional Sona Kandar Hat Bandar, Narayanganj.Haat.
A B Tour A B Tour
4.5K subscribers
4,596 views
166

 Published On Sep 12, 2022

ইতিহাস ঐতিহ্যের শত বছর পুরনো সোনাকান্দা হাট !!


নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ২০ নং ওয়ার্ডে অবস্থিত সোনাকান্দা গ্রাম। শীতলক্ষ্যা নদীর পূর্বপারে বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এর পাশেই সোনাকান্দা গ্রামে প্রতি বৃহস্পতিবার ভোরে বসে এই হাট।

প্রায় ৫০০ বছরের পুরনো এই হাটে চাল,ডাল,তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র পাইকারি ও খুচরা বিক্রয় হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ইজারাকৃত এই হাটে প্রতি সপ্তাহে ১০-১৫ হাজার লোকের সমাগম ঘটে।

হাটের পশ্চিম পারে নদীর তীরে বসে বাঁশের হাট। বরাক,মাকাল,মুলিবাঁশের বেড়া,মাচা,পাটি, ঝাড়ু সহ বিভিন্ন কারুশিল্প বিক্রি করা হয় এই পাশে। উত্তর পাশে রাস্তায় বসে কবুতর, মুরগী, হাসের পাইকারী ও খুচরা বাজার। নানাণ জাতের দেশী বিদেশী কবুতর,হাস-মুরগীর বাচ্চা সহ বিক্রি হয় এই পাসে।



দক্ষিণ দিকে বসে কাচাঁমালের দোকান, মসলা আর শুটকির দোকান। দেশী-বিদেশী বিভিন্ন প্রকারের মসলা,নানান জাতীয় শুটকি এবং আলু,পিয়াজ,আদা,রসুন সহ যাবতীয় সবজি পাওয়া যায় এই পাশে।

পূর্বপাশে স্টেশনারি, কসমেটিকস, বাদাম,বুট,চানাচুর, সন্দেস,চিড়ার মোয়া,মুড়ির মোয়া, মিঠাই,বিভিন্ন প্রকার দেশিয় ফল এবং কোমল পানীয় পাওয়া যায়।

সর্বউত্তরে মসজিদ, এর পাসে বসে তালাচাবি, ছাতা মেরামত, গামছা এবং বিভিন্ন কাপড়ের দোকান। বাচ্চা থেকে বয়স্কদের যাবতীয় কাপড় এখানে বিক্রি হয়। আর হাটে প্রবেশের রাস্তায় পাবেন দই,মিস্টি,ভাজি,তালের পিঠা,পরোটা সহ নানান জাতের দেশীয় সরবত। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হৈচৈ আর দরকষাকষিতে ব্যস্ত থাকে এই বাজার।


পূর্বে কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জের ব্যবসায়ীদের অন্যতম প্রধান পাণকেন্দ্র ছিল এই হাট,কিন্তু কালের বিবর্তনে আর জমি ভরাট করে পার্ক নির্মাণ করাতে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই হাট।

সিটি কর্পোরেশনের আওতায় পার্ক নির্মাণের জন্য হাটের জমির প্রায় অর্ধেক অধিগ্রহণের ফলে ৫০০ বছরের পুরনো হাটটি এখন মৃত প্রায়।


বন্দর উপজেলা


বন্দর উপজেলা (নারায়ণগঞ্জ জেলা)  আয়তন: ৫৫.১৯ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩৫´ থেকে ২৩°৪২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩১´ থেকে ৯০°৩৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সোনারগাঁও উপজেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ সদর উপজেলা, পূর্বে সোনারগাঁও উপজেলা এবং পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং শীতলক্ষ্যা নদী।


জলাশয় প্রধান নদী: শীতলক্ষ্যা।




১/তৃতীয় শীতলক্ষ্যা সেতুর আপডেট বন্দর, নারায়ণগঞ্জ।
   • অক্টোবরেই খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু...  


২/ইলিশের বাড়ি চাঁদপুর মিনি কক্সবাজার।
   • ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণ। মিনি কক্সবাজ...  


৩/ইলিশের সবচেয়ে বড় আড়ৎ চাঁদপুর।
   • ইলিশের বাজার চাঁদপুর। Hilsha Fish Mar...  


৪/বর্ষার নৈসর্গিক সৌন্দর্য ও শাপলা ফুল।
   • বিলের পানিতে শাপলা ফুলের শোভা ♥️।শাপল...  


৫/ইমেইল।
[email protected]


৬/ফেসবুক লিংক।
https://www.facebook.com/profile.php?...




#সোনাকান্দার_হাট_বন্দর_নারায়ণগঞ্জ
#SonaKandar_Hat_Bandar_narayanganj

show more

Share/Embed