প্রসেনজিৎ এবং দেবশ্রীর বিচ্ছেদের কারণ জানালেন দেবশ্রী রায় Prosenjit Chatterjee Debashree roy Divorce
Celeb House Celeb House
275K subscribers
607,392 views
2.2K

 Published On Sep 10, 2022

স্ত্রী বেশি সফল বলে ঈর্ষা! এই কারণে বিচ্ছেদ হয়েছিল প্রসেনজিৎ-দেবশ্রীর
টলিউডে বহু নায়ক-নায়িকারা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছেন। সেই সম্পর্ক কখনও বিয়ে অবধি এগিয়েছে, আবার কখনও বিয়ের আগেই বিচ্ছেদ, কখনও আবার বিয়ের পরেও বিচ্ছেদ। তবে এখনও যে জুটি নিয়ে সবসময় চর্চা হয়ে থাকে তা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেবশ্রী রায়ের (Debashree Roy) সম্পর্ক নিয়ে।
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সকলের প্রিয় বুম্বা দা। তাঁর প্রথম স্ত্রী টলিউডের অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy) . তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি । বিয়ের ৩ বছরের মাথায় সেই সম্পর্কে বিচ্ছেদ আসে। ঠিক কি কারণে তাদের এই সম্পর্কে বিচ্ছেদ আসে? Sei prosno sokol অনুরাগীদের মনেই জাগে।
১৯৯২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় দুজনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের পরই সংসারে শুরু হয় অশান্তি। ১৯৯৫ এ তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের পিছনে রয়েছে নানা কারণ । এই বিষয়ে ২০১৮ সালে দেবশ্রী রায়কে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চান না। ছোটোবেলার এক সময়ের বন্ধু তথা প্রাক্তন স্বামীকে এতটা বিরক্ত কেন? জানা যাক সেই উত্তর।
কেউ বলেন ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘উনিশে এপ্রিল’ ছবিতে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন দেবশ্রী রায়। তারএই সাফল্য সহ্য করতে পারেননি বুম্বাদা। কারণ এই ছবিতেই তাদের দুজনকে শেষবার দেখা গিয়েছিল। আবার অনেকে বলেন দেবশ্রী রায় প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাই তাদের বিচ্ছেদ হয়। গুঞ্জন শোনা যায়, দেবশ্রী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন সংসার এবং মাতৃত্বের ওপর মনোনিবেশ করেননি। কারণ দেবশ্রী সেইসময় ছিলেন টলিউডের শীর্ষ অভিনেত্রী। তাঁর তখন জনপ্রিয়তা ছিল শীর্ষে । তাই তিনি কেরিয়ারকে বিদায় জানানোর এই প্রস্তাব মানতে পারেননি।
বিয়ে ভাঙার পর দেবশ্রী আর কোনও সম্পর্কে এগোয়নি। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে প্রসেনজিৎ ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকরতাকে বিয়ে করেন। ২০০২ এ তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন।

Jealousy that the wife is more successful! Due to this, Prosenjit-Debashree broke u. But still the pair that is always talked about is the relationship of Prosenjit Chatterjee and Debashree Roy
Popular Tollywood actor Prosenjit Chatterjee is everyone's favorite Bumba Da. His first wife is Tollywood actress Debashree Roy. Their relationship progressed to marriage. But that relationship did not last long. The relationship broke up after 3 years of marriage. What exactly caused them to break up in this relationship?
In 1992, both Prosenjit Chatterjee and Debashree Roy were tied at Satpa. Turmoil started in the family after marriage. They got divorced in 1995. There are many reasons behind this separation. When Debashree Roy was questioned about this in 2018, he lost his temper. He also said that he does not want to answer any questions on this matter. Why is Deboshree Roy so upset with her childhood friend and ex-husband?
Debashree Roy won the National Award for the film 'Nineshe April' released in 1994. Bumbada could not bear his success. Because both of them were last seen in this film. Many others say that Debashree Roy was in a relationship with former cricketer Sandeep Patil and that's why they broke up. It is rumored that Debashree was busy with work all day and did not focus on family and motherhood. Because Debashree was the top actress of Tollywood at that time. His popularity was at the peak at that time. So he could not accept this proposal to say goodbye to his career.
After the breakup of the marriage, Devashree did not pursue any other relationship. He is busy with his work. However, Prasenjit married Aparna Guthakarta in 1997. Their marriage ended in 2002. Then married actress Arpita Chatterjee.

#information #celebrity #entertainment #gossip #viral #celebritylife #celebritynews #celebritygossip #prosenjit_chatterjee #deboshreeroy #prosenjitdeboshreedivorce #breakup #celebritydivorce #arpitachatterjee #dadarkirti

show more

Share/Embed