Dum Dum Park Tarun Sangha: Sharodotsav 2023
Dum Dum Park Tarun Sangha Dum Dum Park Tarun Sangha
136 subscribers
3,506 views
106

 Published On Premiered Oct 16, 2023

"যে মাটিতে জন্ম নিয়ে, সেই মাটিতেই বাড়ী
ওই মাটিরই দুগ্গা আমার, আসেন বাপের বাড়ী
মুখের হাসি ম্লান করে, মা দুগ্গা মেশেন জলে
সেই জল ই বৃষ্টি হয়ে আবার ধরণীতলে ..."

অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ব্যাপ্তচরাচরে ছড়িয়ে রয়েছে অগণিত গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জ। মহাশক্তিই যেন স্বয়ংঅস্তিত্বময়ী হয়ে এই মহাজগতের অধিষ্ঠাত্রী। পৃথিবী, এই বৃহৎ অস্তিত্বের মাঝে এক ক্ষুদ্র প্রাণবন্ত গ্রহ, যেখানে প্রাণের স্বরূপ বিচিত্রলীলায় স্পন্দিত হয়। সৃষ্টির উৎকৃষ্টজীব মানবের সাথে শ্যামল প্রকৃতির সম্পর্ক সেখানে নিবিড় এবং অবিচ্ছেদ্য।

বিশ্বকবির ভাষায় -
"অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্তালোকে,
তুমি আছ মোরে চাহি, আমি চাহি তোমা পানে।। "

আদিশক্তি আর মানবের মধ্যে এই রসায়ন চিরকালের। প্রকৃতির অমোঘ শক্তিক্রমশ মানুষের আরাধ্য হয়ে উঠেছে সেখানে। নিরাকার সেই শক্তিক্রমশ মানবের বিশ্বাসেও কল্পনায় সাকার রূপে প্রতিষ্ঠা পেয়েছে। অথচ মানুষ তার অস্তিত্বের সেই উৎসভূমিকে বিস্মৃত হয়ে আজ বেছে নিয়েছে স্বেচ্ছাচারের পথ, ভুলেছে তার আরাধ্য প্রকৃতির আদিস্বরূপ। মানব-প্রকৃতি-ঈশ্বরের সেই পারস্পরিক নির্ভরশীলতা ও সম্পর্কের মাত্রাগুলোকেই উপস্থাপন করতে, দমদম পার্ক তরুণ সংঘ এবছরের নিবেদন - "সম্পর্ক" !!

সমগ্র ভাবনা ও পরিকল্পনায় - মানস দাস
প্রতিমা শিল্পী - সুব্রত মৃধা
আবহসঙ্গীত - শুভদীপ গুহ

show more

Share/Embed