হলুদ মাল্টার যুগে বাংলাদেশ- হলুদ মাল্টার বিশাল বাণিজ্যিক বাগান
Krishi Bioscope Krishi Bioscope
651K subscribers
51,332 views
1.1K

 Published On Dec 1, 2022

হলুদ মাল্টার যুগে বাংলাদেশ!
আমাদের দেশে যদি হলুদ রঙ এর মাল্টা হতো ! এই আক্ষেপ অনেকেই করে কারন আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে মাল্টার চাষ করা হয় তার রঙ সবুজ যেটা বারি মাল্টা-০১ বা পয়সা মাল্টা বলে পরিচিত এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে বাজারে পাওয়া যায়।
এই ইয়োলো কিং হলুদ মাল্টা ডিসেম্বরে পাকে -একদম হলুদ রঙ ধারণ করে, রসালো এবং অসাধারণ মিষ্টি। এটা সম্প্রসারণ যোগ্য বাণিজ্যিক জাত কারণ বেশ বড় পরিসরে এটা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই সময় অল্প কয়েকজন উদ্যোক্তা ছাড়া অধিকাংশ গাছে সাধারণত মাল্টা পাওয়া যায়না তাই দামটাও বেশী পাওয়া যায়।
যারা বাণিজ্যিক বাগান করতে চান তাঁরা ট্রাই করতে পারেন।
গাছে ভরপুর মাল্টা আছে। এসে দেখে খেয়ে চাষ পদ্ধতি জেনে তারপরে নিজে করুন।
বাগান ভিজিট করা ও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
সজল- ০১৯৪৩৮৬০৪৪২ / ০১৯১০৯২৮২১২

show more

Share/Embed