Jaflong Sylhet Bangladesh | Lalakhal | Dibir Haor | khasiaPunji | একদিনে সিলেটের দর্শনীয় স্থান
Ohab Traveler Ohab Traveler
41.5K subscribers
10,505 views
260

 Published On Nov 24, 2022

Jaflong | Lalakhal | Dibir Haor | khasiaPunji | Sylhet tour 2023 একদিনের সিলেট ট্যুর | | শীতকালে সিলেট ভ্রমণ । একদিনের দিনের সিলেট ভ্রমণ sylhet tour

✅ ইন্সটাগ্রামে ফলো করুন:   / ohabtraveler  

শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
শীতে সিলেটে ভ্রমণ করার মতো রয়েছে সিলেটের দর্শনীয় স্থান। একসাথে ডিবির হাওর, জাফলং, খাসিয়াপল্লী, লালাখাল; এই জায়গাগুলো দেখতে পারেন। এই ভিডিওতে দেওয়া হয়েছে একদিনে সিলেট ভ্রমণের আইডিয়া।

🔰লাল শাপলার বিলে কম খরচে যেভাবে যাবেন
ঢাকা, চট্টগ্রাম দেশের যে কোনো প্রান্ত থেকেই যদি ঘুরে আসতে চান সিলেটের লাল শাপলার ডিবির হাওরে। তাহলে প্রথমেই আপনাকে বাস কিংবা ট্রেনে সিলেটে পৌঁছাতে হবে।
খুব সকাল পৌঁছানোর পর আপনাকে শাপলার মূল সৌন্দর্য দেখতে হলে তখনই রওনা করতে হবে। কেননা রোদ ওঠার সাথে সাথে শাপলার আসল সৌন্দর্য্য কমতে থাকে।
সিলেট শহরে পৌঁছে আপনি শহরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ থেকে, উত্তর সুরমার সোবহানীঘাট কিংবা টিলাগড় পয়েন্ট থেকেও জাফলংগামী বাস পাবেন। বাসটি জৈন্তাপুর বাজার হয়ে যাবে। আপনাকে সেখানেই নামতে হবে। লোকাল বাস ভাড়া ৮০-৯০ টাকার মধ্যেই হবে।
তবে এই বাসে করেই আপনি ডিবির হাওর বিজিবি ক্যাম্প লিখা নামক জায়গায় নামতে পারেন। রাস্তার বিজিবি ক্যাম্প লিখা সাইনবোর্ডের ডান পাশের রাস্তা দিয়ে ৭-১০ মিনিট হাটলেই পেয়ে যাবেন লাল শাপলার বিল।
তবে সিলেট থেকে চাইলে সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন। ভাড়া পড়বে ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে।
শাপলার বিলে পৌঁছে আপনাকে নৌকা ভাড়া করে পুরো বিলের মনোরম দৃশ্য উপভোগ করতে হবে। প্রতি নৌকায় ১ ঘণ্টা সময় বেধে ভাড়া পরবে ৪০০টাকা। যাত্রী সংখ্যা সর্বোচ্চ ৬ জন। অতিরিক্ত সময় ঘুরলে ১ ঘণ্টা ঐ একই নৌকায় ২০০ টাকা।

🔰জাফলং কীভাবে জাফলং যাবেন
জাফলং যেতে হলে প্রথমে আসতে হবে সিলেটে। জাফলং সিলেট থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগবে দেড় থেকে দু’ঘন্টা। সিলেট থেকে বাস বা মাইক্রোবাস অথবা সিএনজি করে যেতে পারেন জাফলং-এ। জাফলং যাওয়ার বাস ভাড়া জনপ্রতি ১২০ টাকা পড়বে এবং গেইটলক বিরতিহীন বাস ভাড়া ১৫০ টাকা।
আবার রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিলেটের বন্দরবাজার শিশুপার্কের সামনে মাইক্রোবাস, সিএনজি বা লেগুনা পাওয়া যাবে। যাওয়া-আসার জন্য মাইক্রোবাস ভাড়া ৪০০-৪৫০০ টাকা নিবে পুরো দিনের জন্য (দরদাম করে নিবেন+ কোথায় কোথায় ঘুরবেন সব বলে নিবেন)। লেগুনা ভাড়া লাগবে ২৫০০-৩০০০ টাকা নিবে পুরো দিনের জন্য (দরদাম করে নিবেন+ কোথায় কোথায় ঘুরবেন সব বলে নিবেন)। সিএনজি ভাড়া পড়বে ১৫০০-১৮০০ টাকা। লেগুনায় ১০ জন করে, সিএনজিতে ৫ জন করে আর মাইক্রোবাসে আসন অনুযায়ী বসে যেতে পারেন।

🔰লালাখাল ভ্রমণ কিভাবে লালাখাল যাবেন
সিলেট থেকে লালাখাল ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সিলেট শহর থেকে লালাখালে যেতে হলে প্রথমে নগরীর ধোপাদিধীর ওসমানী শিশু উদ্যানে বা শিশু পার্কের সামনে থেকে লেগুনা, মাইক্রোবাস বা জাফলংগামী বাসে চড়ে আপনি সারিঘাটে যেতে হবে। সিলেট ও জাফলং এর মধ্যবর্তী স্থানকে সারিঘাটে অবস্থিত। সারিঘাটে যেতে খরচ হবে ৭০-৮০ টাকা।
সড়ক পথে যেতে হলে সারিঘাট ব্রিজ পার হয়ে উত্তর দিকে মসজিদ থেকে একটু এগিয়ে ডান দিকে লালাখালের রাস্তা পাওয়া যাবে। সেখানে দেখবেন সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এসব অটোরিকশা দিয়ে আপনি লালাখাল পৌঁছে যাবেন। অটোরিকশা গুলো জনপ্রতি ২০ টাকা ভাড়া নেয়। পুরো অটো রিজার্ভ নিলে ১৫০টাকা।
লালাখালে নৌকা ভাড়া করতে লাগবে ৭০০ টাকা। আর ছাউনি বিহীন নৌকা ৩০০-৪০০ টাকায় ইচ্ছেমতো সময়ের জন্য ভাড়া নিতে পারেন।

In this video you will find; dibir haor sylhet, ডিবির হাওর সিলেট, ডিবির হাওর জৈন্তাপুর, শাপলা বিল, ডিবির হাওর জৈন্তাপুর, সিলেট, shapla bil, dibir haor sylhet, shapla bil, shapla bill sylhet, shapla bill resort,dibir haor sylhet, jointapur, শাপলা বিল সিলেট, শাপলা বিল,ডিবির হাওর,জৈন্তাপুর শাপলা বিল, shapla bill, শাপলা বিল, ডিবির হাওর জৈন্তাপুর, travelling sylheti most popular dibir haor, dibir, haor, sylhet, jaintapur, shapla, shapla ful, ডিবির হাওর, ডিবির হাওর সিলেট, সিলেট, dibir haor sylhet, ডিবির হাওর সিলেট ভ্রমণ, শাপলা বিল সিলেট, ডিবির হাওর শাপলা বিল জৈন্তাপুর সিলেট, সিলেট ভ্রমণ গাইড, সিলেটের দর্শনীয় স্থান, ডিবির হাওর, শাপলা বিল,
In this video you will find; lalakhal sylhet, লালাখাল সিলেট, sylhet tour, lalakhal, lala khal, লালখান শ্রীমঙ্গল, sylhet to lalakhal, লালাখাল চা বাগান, লালাখাল ভ্রমণ, লালাখাল রিসোর্ট, লালাখাল কোথায়, Lalakhal Sylhet, sylhet to lalakhal distance, লালাখাল যাওয়ার উপায়, how to go lalakhal, travel lala khal, lala khal boat, places to visit in sylhet, lalakhal zero point, lalakhal tea estate, শীতে সিলেট ভ্রমণ, lalakhal sylhet in winter, lalakhal sylhet, dhaka to sylhet, sylhet tour, sylhet tour guide,
In this video you will get about; how to go jaflong, jaflong sylhet, jaflong zero point, jaflong sylhet bangladesh, জাফলং সিলেট, jaflong, Sylhet Tour, jaflong tour, jaflong travel guide, জাফলং, জাফলং জিরো পয়েন্ট, ফলং ঝর্ণা, jaflong jorna, shah jalal mazar, সিলেট চা বাগান, sylhet hotel, jaflong hotel, sylhet hotel room price, mayabi waterfall, bangla vlog, jaflong waterfall, সিলেট জাফলং, লালাখাল সিলেট,
In this video you will get about; khasia polli, khasia polli sylhet, খাসিয়া পল্লী, life of khasia punji sreemangal, khasia punji, খাসিয়া পল্লী সিলেট, khasia life, খাসিয়া পল্লী জাফলং, খাসিয়া পল্লী জাফলং সিলেট, khasia polli jaflong sylhet, সিলেট জাফলং আসলে নদী ওপারে খাসিয়া পল্লি, খাসিয়া পল্লির মায়বী ঝর্না, khasia polli jaflong, Mokampunji Khasia polli, khasia village, khasia polli jaflong tour, Ohab Traveler

show more

Share/Embed