অভাবে কারণে লেখাপড়া বন্ধ মাছের ডিম ও রেনু পোনা বিক্রি করে কোটিপতি নওগাঁর চঞ্চল মাছের হ্যাচারি তৈরি
Matir Dorpon Matir Dorpon
95.6K subscribers
1,226,887 views
15K

 Published On Aug 24, 2020

অভাবে কারণে লেখাপড়া বন্ধ মাছের ডিম ও রেনু পোনা বিক্রি করে কোটিপতি নওগাঁর চঞ্চল মাছের হ্যাচারি তৈরি। অন্যের দেশী মাছের হ্যাচারীতে ১১ বছর ব্যাগার দিয়ে অল্প টাকায় দেশীয় মাছের ডিমের হ্যাচারী করে ভাগ্য বদলে গেছে নওগাঁ বদলগাছীর যুবকচঞ্চল হোসেনের ২০০৪ সালে ৯ হাজার টাকা দিয়ে একটি পুকুরে দেশীয় মাগুর মাছ চাষ শুরু করেন। মাছ চাষ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন দেশীয় মাছের রেণু সংগ্রহ করা ছিল কষ্টকর। এক সময় ডিম রেণুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিজেই বাড়িতে শুরু করেন দেশীয় মাছের রেণুর হ্যাচারি। হ্যাচারিতে দেশীয় শিং, মাগুর, টেংরা, গুলসা টেংরা, পাবদা, কৈ, চিতল, গুচি, পুঁটি, তেলাপিয়া, পাঙ্গাশ ও বাইম সহ কয়েক প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। হ্যাচারি থেকে প্রতি মাসে প্রায় ৩০০ কেজি রেণু উৎপাদন করা হয়।

চঞ্চল হোসেন কাশিমালা বদলগাছী নওগাঁ।
মোবাইল:01737498397

বিশেষ ভিডিও :    • সরকারি চাকরি পাশাপাশি তোতাপরি হরিয়ানা...  

concon motso hacari nougan deshi macher hacari pabda macher pona magur macher pona kotipoti concol. Local fish hatchery

Welcome To Tanvir Bangla.   / tanvirbanglabd  

তানভিার বাংলা চ্যানেলে ভিডিও তুলে ধরতে আমাদের জানাতে পারেন উপরে থাকা ফেসবুক লিংক এ গিয়ে অথবা সরাসরি কল করুন। ফোন: 01828115555 (WhatsApp)

show more

Share/Embed