তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলীবাঁকের উপকথা' (Hansuli Banker Upokotha - Tarashankar Bandyopadhyay)
Anirban Das Anirban Das
298K subscribers
86,383 views
2.7K

 Published On Feb 25, 2018

(উপন্যাসের কিছু প্রয়োজনীয় আলোচনা ও সিনেমার লিঙ্ক অন্যপাঠের ফেসবুক পেজে দেওয়া আছে।)

'হাঁসুলী বাঁকের উপকথা' বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাসগুলোর মধ্যে একটি। বীরভূমের কোপাই নদীর কোলে ছোট্ট একটি গ্রামের দুই প্রজন্মের ব্যবধান এই উপন্যাসে দ্বান্দ্বিক প্রেক্ষাপটে উপস্থাপিত। অবশ্যম্ভাবী যে দ্বন্দ্বে অনুঘটকের ভূমিকায় আছে সময়। শহর গ্রাম, নতুন পুরনো, বিজ্ঞান আর সংস্কারের মধ্যে এক্ষেত্রে জয়ী প্রথমপক্ষ। তবে শেষপর্যন্ত লেখক অস্বীকার করতে পারেননি মাটিরটানকে। বিশদে জানতে পড়তে হবে উপন্যাসটি। তার আগে এই পর্বে 'হাঁসুলী বাঁকের উপকথা'র সহজপাঠ।

হাঁসুলী বাঁক কেন আঞ্চলিক উপন্যাস তা সময়ের অভাবে আলোচনায় আনা যায়নি। তোমরা কমেন্টে এ বিষয়ে নিজেদের মতামত জানাতে পারো। তোমরা চাইলে উপন্যাসের সমস্যাগুলো নিয়ে আবার দেখা হবে পরের কোনো পর্বে।

আমার সঙ্গে যোগাযোগের জন্য ও পড়াশুনা সংক্রান্ত অন্যান্য তথ্য বা আলোচনার জন্য লাইক করো 'অন্যপাঠ' ফেসবুক পেজ।

  / onyopath  

show more

Share/Embed