Afun 1% cream | যৌনাঙ্গে চুলকানির কার্যকরী ক্রিম
Doctors and Diagnostic BD Doctors and Diagnostic BD
297K subscribers
279,518 views
2.8K

 Published On Oct 9, 2021

বেশিরভাগ নারীরা তাদের জীবনকালে ভেজাইনাল yeast ইনফেকশনের স্বীকার হয়। বিষয়টি কিন্তু খুব বেশি গুরুতর না কিন্তু প্রচরন্ড বিরক্তিকর।
সাধারণত ব্যকটেরিয়া থেকে এই ইনফেকশনের সূত্রপাত হয়।যার ফলে মাসিকের রাস্তায় প্রচন্ড রকমের চুলকানি হয়, পাশাপাশি জ্বালাপোড়া বা সাদা স্রাব ও যেতে পারে।


Afun 1% cream | যৌনাঙ্গে চুলকানির কার্যকরী ক্রিম
__________________________________

আর এই মাসিকের রাস্তায় চুলকানি বা যৌনাঙ্গে #চুলকানি সবথেকে কার্যকরী ক্রিম টির নাম হচ্ছে এফান ১% ক্রিম (Afun 1% cream )।

এই ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। আপনি স্ক্রিনে যে এফান ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি ১০ গ্রামের একটি টিউব যাতে রয়েছে #ক্লোট্রিমাজল এর মতোন শক্তিশালী এন্টি ফাংগাল এজেন্ট।

তো চলুন জানা যাক এফান ১% ক্রিমটি কিভাবে ভাবে ব্যবহার করবেন,
প্রথমে আক্রান্ত স্থান ক্ষারমুক্ত সাবান এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। তারপর এই #afun ক্রিমটির পাতলা প্রলেপ ক্ষতস্থানে প্রতিদিন দুই থেকে তিনবার লাগান এবং আলতোভাবে ঘষে নিন। অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ব্যবহার করুন। চুলকানি দূর হয়ে যাওয়ার পরেও প্রতিদিন 1 থেকে 2 বার করে এক মাস পর্যন্ত ক্রিমটি ব্যবহার করা চালিয়ে যান।

সবচেয়ে ভালো ফল লাভের জন্য ভিতরে লিখা নির্দেশনা মেনে চলুন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা অব্যাহত রাখুন।আর রোগের বিস্তৃতি এবং অবস্থানের ওপর নির্ভর করে চিকিৎসার মেয়াদকাল কমবেশি হতে পারে।

এফান ক্রিম এ (afun cream) কোন গন্ধ নেই আর এটা সহজেই ধুয়ে ফেলা যায় এবং কোনো দাগ পড়ে না।

এবার এই ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সম্পর্কে জানা যাক।
নিওস্টেন ক্রিমটি এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, বাহ্যিক ব্যবহারে এটার কোন বিরুপ প্রতিক্রিয়া দেখা যায় না।
তবে কারো কারো ক্ষেত্রে এই ক্রিম টি ব্যবহারে হালকা জ্বালাপোড়া হতে পারে যা মোটেও কষ্টদায়ক নয়।

যৌনাঙ্গে চুলকানোর প্রতিরোধে এই ক্রিমটি ব্যবহারের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন তা হলো..

অতিরিক্ত সুগন্ধিযুক্ত টিস্যু বা রঙিন টিস্যু অথবা অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।

ক্লোরিনযুক্ত সুইমিংপুলে সাঁতার কাটালেও চুলকানি হতে পারে তাই সুইমিংপুলে সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে।

#যৌনাঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আর ভেজা কাপড় পড়ে বেশিক্ষণ থাকবে না।

এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।

সহবাসের সময় কনডম ব্যবহার করুন মাসিকের সময় অপরিষ্কার কাপড় ব্যবহার না করে প্যাড ব্যবহার করার চেষ্টা করুন। সহবাসের পর যৌনাঙ্গ ভালভাবে ধুয়ে ফেলুন এবং নিয়মিত গোসল করুন।

এরকম কয়েকটি নিয়ম মেনে চললে এবং ক্রীমটি টি ব্যবহার করলে এই অস্বস্তিকর চুলকানিরোগ থেকে সহজেই মুক্তি পাবেন।

--------------------------------------------------------------------------
ডাক্তার এর সাথে সরাসরি ফোনে কথা বলে পরামর্শ নিতে ফোন করতে পারেন
০১৩০৩ ৮৬৩৮০০ (শর্ত প্রযোজ্য)
সকাল ১০ থেকে রাত ৮ টা
--------------------------------------------------------------------------
_______________________________________
More Info: https://medex.com.bd/brands/12381/afun-1
_______________________________________
যৌনাঙ্গে চুলকানির কার্যকরী ক্রিম
Afun cream এর কাজ
cotrimazole creamafun
cream এর ব্যাবহার
যোনীপথে চুলকানির মলম
যৌনাঙ্গে চুলকানি সমস্যার সমাধান

show more

Share/Embed