Kashipur Raj bari Durga Puja Purulia |Ranjandih Dam Purulia Kashipur Jogmaya Sarobor
TAPAS TOWER TAPAS TOWER
460 subscribers
976 views
12

 Published On Nov 28, 2022

Kashipur Raj bari Durga Puja Purulia |Ranjandih Dam Purulia Kashipur Jogmaya Sarobor ‎@tapastower 


নমস্কার বন্ধুরা, Tapas Tower Channel এ আপনাদের স্বাগত জানাই আমি যেহেতু ঘুরতে ভালোবাসি (কম বেশি আমরা সবাই ঘুরতে ভালবাসি কিন্তু কাজের চাপে বা সময়ের অভাবের কারণে সেটা হয়ে ওঠে না) তাই মাঝে মধ্যে বিভিন্ন নতুন জায়গা বেড়াতে যাই, তাই নতুন জায়গা সম্পর্কে অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য ও নতুন জায়গা সম্পর্কে Details Guide পাওয়ার জন্য চ্যানেলটিকে Subscribe করে রাখতে পারেন ভালো থাকবেন। !!ধন্যবাদ!! 👍


কাশিপুর রাজবাড়ী সহ আপনারা পুরুলিয়ার অন্যান্য টুরিস্ট প্লেস গুলি ঘুরে দেখতে পারবেন যেমন জয়চন্ডী পাহাড়, বড়ন্তি, গড় পঞ্চকোট বিরিঞ্চি নাথ পাহাড়, তেলকুপি ও পাঞ্চেত ড্যাম

কাশিপুর রাজবাড়ী আসার জন্য হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, পুরুলিয়া হাওড়া ট্রেন ধরে চলে আসবেন আদ্রা স্টেশন। পুরুলিয়া যাওয়ার আগেই পেয়ে যাবেন আদ্রা স্টেশন, আদ্রা থেকে কাশিপুরের দূরত্ব ৭ কিলোমিটার এখানে বাস ও অটো সার্ভিস চালু আছে। কাশিপুর রাজমনি দেখার পর আপনারা রঞ্জনডি ড্যাম বা যোগমায়া সরোবর টি ঘুরে দেখতে পারেন। কাশিপুর রাজবাড়ি বছরের শুধুমাত্র দুর্গাপূজার চারদিন সর্বসাধারণের জন্য খোলা থাকে, অন্যান্য দিনগুলো আপনারা এখানে এলে ভেতরে থাকা ঐতিহ্যগুলি ঘুরে দেখতে পারবেন না।

এখানে থাকার জন্য আপনারা বড়ন্তি তে থেকে ঘুরে দেখতে পারেন অথবা রঘুনাথপুর মেন বাজারে লজ ভাড়া করে নিতে পারেন।

তিন থেকে চার হাজার টাকার মধ্যে গড় সার্কিটে থাকা সমস্ত জায়গা গুলি আপনার ঘুরে দেখতে পারবেন যেমন পাঞ্চেত পাহাড়,গড় পঞ্চকোট, তেলকুপি, বিরিঞ্চি নাথ মন্দির, জয়চন্ডী পাহাড়, বড়ন্তি ড্যাম এবং কাশিপুর রাজবাড়ী

এখানে ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো November থেকে March মাস অব্দি

Kashipur Raj bari tapas tower
Kashipur Raj bari taposh tower
Kashipur Raj bari tapos tour


#Kashipur_Raj_bari_Purulia
#Purulia_Kashipur_Jogmaya_sarobar_Ranjandihdam
#Purulia_tourist_spots
#Tapas_tower

For Businesses Inquiry Email:- [email protected]

show more

Share/Embed